ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও হাটবোয়ালিয়ায় অভিযান

নকল স্যালাইন বিক্রি, দুজনকে জরিমানা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / ৯৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা ওরস্যালাইনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যভলয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোর নামের দোকানে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে মালিক মারুফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০০ প্যাকেট ওরস্যালাইন জব্দ করা হয়। পরে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৫০০ প্যাকেট নকল ওরস্যালাইন জব্দ হয়। একই অপরাধে এবং একই আইনের ৪১ ধারায় তাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত স্যালাইনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও হাটবোয়ালিয়ায় অভিযান

নকল স্যালাইন বিক্রি, দুজনকে জরিমানা

আপলোড টাইম : ০৯:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা ওরস্যালাইনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যভলয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোর নামের দোকানে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে মালিক মারুফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০০ প্যাকেট ওরস্যালাইন জব্দ করা হয়। পরে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৫০০ প্যাকেট নকল ওরস্যালাইন জব্দ হয়। একই অপরাধে এবং একই আইনের ৪১ ধারায় তাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত স্যালাইনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।