চুয়াডাঙ্গায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান
- আপলোড টাইম : ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৮৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় পাঠশালা কোচিং সেন্টারের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কোচিং সেন্টার প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাঠশালা কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রহমান তৌহিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মামুনুর রহমান, চিৎলা হুদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বীন সানভী, বদরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মঈন উদ্দীন, বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক ইমদাদুল হক প্রমুখ।
উজ্জল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, দৈনিক পশ্চিমাঞ্চলের চিফ রিপোর্টার ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আহসান আলম, পলাশ উদ্দীন, অনুপম প্রকাশনীর এরিয়া ম্যানেজার আবুল হাসান শাফি প্রমুখ।
এসময় কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পাঠশালা কোচিং সেন্টার থেকে ২০২৪ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তামিম, রজনী, ২০২৩ সালের এসএসসিতে চুয়াডাঙ্গা জেলা থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী পাঠশালা কোচিং সেন্টারের সাবেক শিক্ষার্থী জালজালালি জিলান, রাফিয়া ফারহা রাফা, মিফতাউল জান্নাত, সুরাইয়া আক্তার রিকি, নিলয় কুমার হালদার প্রমুখ। আলোচনা সভা শেষে পাঠশালা কোচিং সেন্টার পক্ষ থেকে এসএসসি ২০২৪ সালের ৩ শ জন জিপিএ-৫ সহ প্রায় ৫ শ জন কৃতী শিক্ষার্থীকের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে চুয়াডাঙ্গাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। বক্তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপণ্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
বক্তারা বলেন, বড় অফিসার হলে হবে না। সাথে ভালো মানুষ হতে হবে। মানবীয় গুণাবলী অর্জন করতে হবে। দেশ এবং সমাজের জন্য কাজ করতে হবে। সকলের কথা ভাবতে হবে। আমাদের ধর্মগুলোও আমাদের সেই শিক্ষাই দেয়। আপনি যে ধর্মই পালন করুন, আপনাকে ধর্ম নৈতিক শিক্ষা দেবে। ধর্মীয় অনুশাসন মেনে চলাও ভালো গুণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা প্রায় অভিন্ন ভাষায় আরও বলেন, শুধু এসএসসি তোমাদের শুরু। এখনো অনেক পড়তে হবে। এখনো অনেক ভালো ফলাফল করতে হবে। দেশের নামকরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে।