আজ শেষ হচ্ছে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের প্রচারণা
শেষ সময়ে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের জমজমাট প্রচারণা
- আপলোড টাইম : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৭৭ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাত থেকে। আগামী ২১ মে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের মাঠে নানা প্রতিশ্রুতি আর অভিযোগ-পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জ্যৈষ্ঠর খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সমর্থকরাও। ব্যানার-ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দুটি নির্বাচনী এলাকার ৮ জন চেয়ারম্যান প্রার্থী। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। এদিকে, নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররা। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ইতিমধ্যে শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
চুয়াডাঙ্গা সদরে উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পরপর তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক মোটরসাইকেল প্রতীক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম) (টিউবওয়েল), জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (চশমা), সাবেক ভাইস চেয়ারম্যান মো. মামুন-অর-রশীদ (তালা), মো. মিরাজুল ইসলাম কাবা (উড়োজাহাজ) ও মো. শামীম হোসেন (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী মিলি (কলস), নুরুন্নাহার কাকলী (হাঁস) ও মাসুমা খাতুন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আইয়ুব হোসেন (দোয়াত-কলম), কেএম মঞ্জিলুর রহমান (মোটরসাইকেল), জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান (ঘোড়া), মো. মোমিন চৌধুরী ডাবু (আনারস) ও মো. নুরুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতীক। ভাইস চেয়ারম্যান পদের জন্য মো. মামুনার রহমান (বই), আহমেদ হাবিব খান (তালা), মো. আজিজুল হক (উড়োজাহাজ), মো. মকলেছুর রহমান (টিউবওয়েল), মো. সোহেল রানা শাহীন (পালকি), মো. মাসুম বিল্লাহ (মাইক), মো. আজিজুল হক (টিয়া পাখি) ও মো. মিজানুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. কাজল রেখা (ফুটবল), মনিরা খাতুন (কলস) ও মারজাহান মিতু হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।