শিরোনাম:
মুজিবনগর সেন্ট জেভিয়ারস জুনিয়র হাইস্কুলে শিশু মেলা
মুজিবনগর অফিস:
- আপলোড টাইম : ১০:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
মুজিবনগর ভবরপাড়া সেন্ট জেভিয়ারস জুনিয়র হাইস্কুলে কারিতাস মেহেরপুর অঞ্চলের আয়োজনে দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফিতা কেটে শিশু মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। উদ্বোধনের পর আলোচনা সভায় ভবরপাড়া ধর্মপল্লীর পাক পুরোহিত ফাদার তাপস হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভবরপাড়া ধর্মপল্লীর সহকারী পাক পুরোহিত ফাদার আলবিনো সরকার, সেন্ট জেভিয়ার জুনিয়রস হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মালতি মালো, কারিতাস মেহেরপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মি. জেমস ইব্রিধ খান, লিটন মন্ডল প্রমুখ।
ট্যাগ :