চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি ফয়জুর রহমান
পেশাদারিত্বের সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান
- আপলোড টাইম : ০৮:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। সভায় সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ ১১ জন চৌকস পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান তাঁদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।
এছাড়া গত মার্চ-এপ্রিল মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কার্যবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করায় জেলা পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত ২৯ জন পুলিশ সদস্যকেও পুরস্কৃত করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা, মোবাইল, জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি চক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা, গুজব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সভায় উপস্থিত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলার সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই’সহ (প্রশাসন) বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ সভায় উপস্থিত ছিলেন।