শিরোনাম:
ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৮:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে মে মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও পৌর কাউন্সিলর আবু বক্কর উপস্থিত ছিলেন। টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, জেলার ৬ উপজেলায় ১০১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল কিনতে পারবেন।
ট্যাগ :