গাংনীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি উত্তীর্ণ ছাত্র নিহত
মিষ্টি বিলিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের- আপলোড টাইম : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে এসএসসি পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জিন্নাতুজ্জামান চঞ্চল (১৬)। গত রোববার প্রকাশিত ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় সে। গতকাল সোমবার গাংনী-কাথুলী সড়কের ভাটপাড়া ডিসি ইকো পার্কের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হয় সে। নিহত চঞ্চল গাংনীর চৌগাছা মোল্লাপাড়ার রাকিবুজ্জামানের ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুজ্জামান চঞ্চলসহ ছয়জন যাত্রী একটি ইজিবাইকযোগে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিল। পথে ইজিবাইকটি ভাটপাড়া ইকোপার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। এসময় সহযাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটির চালক ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্রাকটি খুঁজে বের করাসহ চালককে আটকের চেষ্টা চলছে।