চুয়াডাঙ্গায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবনী তুলে ধরতে হবে
- আপলোড টাইম : ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভুলতে দেয়া যাবে না। নতুন প্রজন্ম যাতে কাজী নজরুল ইসলামকে ভুলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবনের সবকিছু তুলে ধরতে না পারলে পরবর্তী প্রজন্মকে কীভাবে নজরুলকে তুকে ধরবে।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২৫ মে সকাল ৯টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত আটচালা প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্যবাদী কবিতার ওপর আবৃত্তি প্রতিযোগিতা, বিকেল পাঁচটায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় একই স্থানে নাটক ‘নীলকুঠি’ মঞ্চস্থ হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সার্বিক সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহাম্মেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা আপেল হোসেন, সফিকুর রহমান, নাট্যগোষ্ঠীর পরিচালক নজির আহম্মেদ, সংগীত শিল্পী জালাল উদ্দীন, নজরুল স্মৃতি সংসদের সদস্য কবি আব্দুল গনিসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি প্রয়াত প্রফেসর (অব.) আব্দুল গফুরের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।