আলমডাঙ্গা ও জীবননগরে সর্বজনীন পেনশন বাস্তবায়নে সেমিনার
সর্বজনীন পেনশন স্কিম সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান
- আপলোড টাইম : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৮৮ বার পড়া হয়েছে
‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্যে আলমডাঙ্গা ও জীবননগরে ‘সর্বজনীন পেনশন স্ক্রিম বাস্তবায়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৃথকভাবে এ দুটি উপজেলায় সেমিনার অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সেমিনারে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস রমা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করের জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে পেনশনের আওতায় নিয়ে এসেছেন। এখানে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন স্কুল-কলেজ, এনজিও ছোট বড় প্রতিষ্ঠানে কর্মরত সকল চাকরিজীবী পেনশন স্কিমের আওতায় আসবেন। শুধু তাই নয়, সরকার যাদের বার্ষিক আয় ৬০ হাজার টাকা তাদের ক্ষেত্রে ৫০% পেনশন হোল্ডার ও ৫০% সরকার দেবেন। সমতা স্কিমের মাধ্যমে এখানে রিকশাচালক, ভ্যানচালক, লেবার শ্রেণির মানুষও পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন। তাই এই সর্বজনীন পেনশন স্কিমটি প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় ছড়িয়ে দিতে হবে। তবে সমাজে একটি শ্রেণি পেনশন স্কিম সম্বন্ধে নানা অপপ্রচার ছড়াচ্ছেন। তাদের থেকে সকলে সাবধান থাকবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ও উপজেলা প্রকৌশলী তৌহিদ। এছাড়া পেনশন স্কিমের ওপর আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্যে গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে ‘সর্বজনীন পেনশন স্ক্রিম বাস্তবায়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও ইমাম-পুরোহিতরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে সর্বজনীন পেনশন স্ক্রিম কীভাবে বাস্তবায়ন করা যায় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পেনশনের আওতায় নিয়ে আসার জন্য বিস্তারিত উন্মুক্ত আলোচনা করা হয়।