চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
- আপলোড টাইম : ০৮:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন বাজার ফিরোজ রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদ পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। এদিকে, গতকাল বাদ মাগরিব বুজরুক গড়গড়ি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নতুন বাজারে আব্দুর রশিদের একটি ওয়েল্ডিংয়ের দোকান আছে। প্রতিদিনের ন্যায় গতকাল সকালেও নিজ মোটরসাইকেলযোগে দোকানের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রশিদ। পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার বাসিন্দা আব্দুল কাদের সোহান জানান, নিজ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি আব্দুর রশিদ। পথের মধ্যে ফিরোজ রোডে পৌঁছালে একটি চলন্ত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় রাস্তার ওপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা ট্রাক্টরের একটি চাকা মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রশিদের মৃত্যু হয়। এরপরেও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামাল জয়া বলেন, সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে সকালে জরুরি বিভাগে নেয় স্থানীয়রা। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। মৃত্যুর পরই মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।