দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান- আপলোড টাইম : ১০:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৭১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আলমডাঙ্গা শহরের বিভিন্ন বাজার ও দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল-তায়েবা কনফেকশনারি অ্যান্ড স্টেশনারির পরিচালক হায়দার আলীকে ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা ও জামিল স্টোরের মালিক মাহফুজুর রহমানকে ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, দোকানে অবৈধভাবে কোনো মালামাল রাখা যাবে না। ভবিষ্যতে যদি কোনো ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয়ের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশে একটি দল।