চুয়াডাঙ্গা পৌর বিএনপির যৌথসভায় সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ
জনগণ এই সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না
- আপলোড টাইম : ০৭:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের ডাক দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোটে জনগণকে নিরুৎসাহিত করতে চুয়াডাঙ্গা পৌর বিএনপি এ যৌথ সভার আয়োজন করে। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, দেশের মানুষ এই সরকারের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের আত্মীয়-স্বজন ছাড়া কেউ এই সরকারের অধীনে নির্বাচন চায় না। দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দখলদার আওয়ামী সরকারের প্রতারণামূলক উপজেলা নির্বাচন ও সকল স্থানীয় সরকারের নির্বাচন বর্জনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আজ ভোটের অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার হারিয়েছে। চাল, ডাল, চিনি, সার, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির কারণে মানুষের বেঁচে থাকা দায় হয়ে গেছে।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হক পল্টু ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিকে সঞ্চালনায় যৌথ সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যসজীবী দলের সদস্যসচিব আব্দুল হাকিম মুন্সি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম, পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল হক জোয়াদ্দার পান্না পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব মো আজিজুর রহমান আজিজুল, পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়ার্দার আলো, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পৌর বিএনপির নেতা মিজানুর রহমান।