ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জরিমানা গুনলেন কন্যার বাবা

দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্যবিবাহের আয়োজন

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ১২৯ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় কন্যার বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

জানা গেছে, উপজেলার ডুগডুগি গ্রামে মৃত লুৎফুর রহমানের ছেলের সাথে একই গ্রামের মো. আমির হোসেনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। ঘটনাস্থলে এসে তিনি বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পান এবং কন্যার বাবা-মা দোষ স্বীকার করেন।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কন্যার বাবা মো. আমির হোসেনকে (৪২) ৮ হাজার টাকা জরিমানা করেন। আর বিয়ের অনুষ্ঠানের খাদ্যসামগ্রী উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মুকামতলা এতিমখানায় বিতরণ করা হয়। সেই সঙ্গে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন মেয়ের বাবা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব কুমারসহ পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জরিমানা গুনলেন কন্যার বাবা

দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্যবিবাহের আয়োজন

আপলোড টাইম : ১২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় কন্যার বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

জানা গেছে, উপজেলার ডুগডুগি গ্রামে মৃত লুৎফুর রহমানের ছেলের সাথে একই গ্রামের মো. আমির হোসেনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। ঘটনাস্থলে এসে তিনি বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পান এবং কন্যার বাবা-মা দোষ স্বীকার করেন।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কন্যার বাবা মো. আমির হোসেনকে (৪২) ৮ হাজার টাকা জরিমানা করেন। আর বিয়ের অনুষ্ঠানের খাদ্যসামগ্রী উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মুকামতলা এতিমখানায় বিতরণ করা হয়। সেই সঙ্গে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করেন মেয়ের বাবা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব কুমারসহ পুলিশের একটি দল।