চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন উপলক্ষে আচরণবিধি সভায় ডিসি
কোনো অভিযোগ আসলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে
- আপলোড টাইম : ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণবিধিতেই সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো ধরনের ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না। নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে উপযুক্ত প্রমাণসহ রিটার্নিং অফিসারের কাছে যেকোনো অভিযোগ দিলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। অনেক সময় আমরা দেখেছি, যে স্থান থেকে ফোন দেয়া হচ্ছে, যেখান থেকে অভিযোগটি আসছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে এমন কোনো ঘটনার অস্তিত্ব নেই। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, সকলেই যেন এই বিষয়ে সচেতন থাকেন।’
জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচনী দায়িত্ব সাংবিধানিক এবং আইন দ্বারা সীমাবদ্ধ, এটা নির্ধারিত। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা মোতাবেক যে কার্যক্রম করার প্রয়োজন হয়, সেগুলো তিনি করছেন এবং করবেন। আইন সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য সমান। আমরা সকলে সতর্ক আছি, সচেতন আছি। কোনো অভিযোগ আসলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
রিটার্নিং অফিসার নাজমুল হামিদ রেজা বলেন, ‘যেকোনো বিষয়ে কোনো অভিযোগ থাকলে আপনারা প্রমাণসহ দিবেন। আমি রিটার্নিং অফিসার হিসেবে এতোটুকু বলতে পারি, এ বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। আমরা একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন উপহার দেব। ভয়-ভীতির বিষয়ে যেটি বলছেন, আপনারা হয়ত জানেন মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। নিয়ম-নীতি, বিধি-বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।