ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গায় ছাতা, খাবার পানি ও জুস বিতরণ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ১০২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, খাবার পানি, স্যালাইন ও জুস বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটা থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস পৌর এলাকার রেলস্টেশন, লাল ব্রিজ মোড়, সাদা ব্রিজ মোড়, চারতলার মোড়, আল-তায়েবা মোড়সহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন।

এসময় ইউএনও স্নিগ্ধা দাস উপস্থিত সকলকে প্রচণ্ড তাপদাহে তাদের করণীয় সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এ সাহায্য খুবই অপ্রতুল। তবে আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় ধনাঢ্য ব্যক্তিবর্গ এগিয়ে এলে শ্রমজীবী মানুষেরা উপকৃত হবে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় ছাতা, খাবার পানি ও জুস বিতরণ

আপলোড টাইম : ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, খাবার পানি, স্যালাইন ও জুস বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটা থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস পৌর এলাকার রেলস্টেশন, লাল ব্রিজ মোড়, সাদা ব্রিজ মোড়, চারতলার মোড়, আল-তায়েবা মোড়সহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন।

এসময় ইউএনও স্নিগ্ধা দাস উপস্থিত সকলকে প্রচণ্ড তাপদাহে তাদের করণীয় সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এ সাহায্য খুবই অপ্রতুল। তবে আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় ধনাঢ্য ব্যক্তিবর্গ এগিয়ে এলে শ্রমজীবী মানুষেরা উপকৃত হবে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।