‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১০৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার থেকে পরিচালিত ‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের উদ্যোগে অ্যাডমিন, মডারেটরস ও শুভাকাঙ্খী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। গ্রুপের প্রধান অ্যাডমিন ও পরিচালক নাসিম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।
আরও বক্তব্য দেন আমাদের আন্দুলবাড়ীয়া গ্রুপের সহ-অ্যাডমিন নাঈমুর রহমান খান, মুন্সী নাসরিফ উদ্দিন, মোল্লা নাসিম ও রাকিব হাসান লিখন। আন্দুলবাড়ীয়ার বিভিন্ন ওয়ার্ড মডারেটরসদের মধ্যে আলোচনা করেন রিদয় মিয়া, রকি হোসেন, মাকসুদুর রহমান অপু, আবির খান, শেখ জ্যাপি, শেখ মহাসিন ইসলাম জজ, ডিপ্লোমা চিকিৎসক ও আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সবুজ ফার্মেসির স্বত্ত্বাধিকারী সোহাগ রানা সবুজ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক পুত্র মুস্তাসিম বিল্লাহ, মুহিত বিল্লাহ মাশরাফি, শেখ মাহমুদুল ইসলাম দিনার, মিরাজ হাসান জনি প্রমুখ। সভা সঞ্চালনা করেন গ্রুপের সহ-অ্যাডমিন নাঈমুর রহমান খান।