ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদা ও আন্দুলবাড়ীয়ায় লেবুর শরবত বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 105.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। তীব্র রোদে বাড়ির বাইরে বের হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও পথচারীরা। তাদের তৃষ্ণা মেটাতে দামুড়হুদা ও জীবননগরের আন্দুলবাড়ীয়ায় পৃথক উদ্যোগে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

দামুড়হুদা:
দামুড়হুদায় পথচারীদের সাময়িক স্বস্তি দিতে বিনামূল্যে লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘একতা পরিবার’। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামুড়হুদা বাসট্যান্ড কৃষি ব্যাংকের সামনে এ কার্যক্রম চালানো হয়। একতা পরিবারের পক্ষ থেকে লেবুর শরবত বিতরণের উদ্বোধন করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।
উদ্বোধনকালে তিনি বলেন, তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে। এই শ্রমজীবী ও পথচারীদের সামান্য স্বস্তি দিতে একতা পরিবার বিনামূল্যে লেবুর বিতরণ কার্যক্রম শুরু করেছে। এটি সত্যিই ভালো উদ্যোগ। এমন উদ্যোগের জন্য আমি একতা পরিবারকে ধন্যবাদ জানায়। একতা পরিবারের সকল ভালো কাজে আমি সবসময় পাশে থাকব।
এদিকে, বিনামূল্যে ঠাণ্ডা শরবত পেয়ে খুশি স্থানীয় পাখিভ্যান চালক সাজিহার আলম। তিনি বলেন, প্রচণ্ড রোদে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। মন চাচ্ছে না ঘর থেকে বের হতে। কিন্তু কাজ না করলে খাবো কী? তাই কষ্ট হলেও জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে। বাজারে এসে দেখি বিনামূল্যে ঠাণ্ডা লেবুর শরবত দিচ্ছে। শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।
বিনামূল্যে শরবত বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, একতা পরিবারের সদস্য ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, জয়রামপুর প্রতিনিধি হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শরবত বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম বুদো।

আন্দুলবাড়ীয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখা ও ইসলামী ছাত্রশিবির জীবননগর থানা সাথী শাখার যৌথ উদ্যোগে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে একটানা বেলা ৩টা পর্যন্ত আন্দুলবাড়ীয়া বাজার, দোয়েল চত্বর, সরকার প্লাজা ও মিস্ত্রিপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে পৃথকভাবে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হারুন অর- রশিদ, সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাজী আজিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি রাসেল হোসেন, জামায়াত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাসিবুল হোসেন শান্ত প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ও আন্দুলবাড়ীয়ায় লেবুর শরবত বিতরণ

আপলোড টাইম : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। তীব্র রোদে বাড়ির বাইরে বের হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও পথচারীরা। তাদের তৃষ্ণা মেটাতে দামুড়হুদা ও জীবননগরের আন্দুলবাড়ীয়ায় পৃথক উদ্যোগে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

দামুড়হুদা:
দামুড়হুদায় পথচারীদের সাময়িক স্বস্তি দিতে বিনামূল্যে লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘একতা পরিবার’। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামুড়হুদা বাসট্যান্ড কৃষি ব্যাংকের সামনে এ কার্যক্রম চালানো হয়। একতা পরিবারের পক্ষ থেকে লেবুর শরবত বিতরণের উদ্বোধন করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।
উদ্বোধনকালে তিনি বলেন, তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে। এই শ্রমজীবী ও পথচারীদের সামান্য স্বস্তি দিতে একতা পরিবার বিনামূল্যে লেবুর বিতরণ কার্যক্রম শুরু করেছে। এটি সত্যিই ভালো উদ্যোগ। এমন উদ্যোগের জন্য আমি একতা পরিবারকে ধন্যবাদ জানায়। একতা পরিবারের সকল ভালো কাজে আমি সবসময় পাশে থাকব।
এদিকে, বিনামূল্যে ঠাণ্ডা শরবত পেয়ে খুশি স্থানীয় পাখিভ্যান চালক সাজিহার আলম। তিনি বলেন, প্রচণ্ড রোদে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। মন চাচ্ছে না ঘর থেকে বের হতে। কিন্তু কাজ না করলে খাবো কী? তাই কষ্ট হলেও জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে। বাজারে এসে দেখি বিনামূল্যে ঠাণ্ডা লেবুর শরবত দিচ্ছে। শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল।
বিনামূল্যে শরবত বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, একতা পরিবারের সদস্য ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির, জয়রামপুর প্রতিনিধি হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শরবত বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম বুদো।

আন্দুলবাড়ীয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখা ও ইসলামী ছাত্রশিবির জীবননগর থানা সাথী শাখার যৌথ উদ্যোগে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে একটানা বেলা ৩টা পর্যন্ত আন্দুলবাড়ীয়া বাজার, দোয়েল চত্বর, সরকার প্লাজা ও মিস্ত্রিপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে পৃথকভাবে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হারুন অর- রশিদ, সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাজী আজিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি পারভেজ আলম, সেক্রেটারি রাসেল হোসেন, জামায়াত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাসিবুল হোসেন শান্ত প্রমুখ।