গাংনীতে মায়ের ওপর অভিমানে কিশারেীর আত্মহত্যা
- আপলোড টাইম : ০৮:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ৮৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামে মায়ের ওপর অভিমান করে ইসমতারা ওরফে জোসনা (১২) নামের এক কিশোরীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। জোসনা তেরাইল গ্রামের ইউসুফ আলীর মেয়ে। গতকাল বুধবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানান, জোসনার মা তাকে হাঁস-মুরগীকে খাওয়ানারে জন্য বলেন। জোসনা তা পারব না বলায়, তার মা বকাঝকা করে। এ নিয়ে মায়ের ওপর অভিমানে সে গলায় ফাঁস দেয়। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। এসময় সেখানের কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।