ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে স্কাউটের পকেট কমিটি গঠনে তোড়জোড়!

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটির কাউন্সিল তারিখ ঘোষণা হওয়ায় গঠনতন্ত্রের পরিপন্থি কাউন্সিল স্থগিতের দাবি জানানো হয়েছে। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইফসুফ আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিল স্থগিতের দাবি জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিলের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটি হয়নি। আগামী ২৭ এপ্রিল একটি পকেট কমিটি গঠনের তোড়জোড় করা হচ্ছে। এই কমিটি গঠনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। সব কাজ গোপনে গোপনে করা হচ্ছে। বিশেষ একটি মোবাইল নম্বর থেকে বেছে বেছে কিছু মানুষকে ম্যাসেজ দিয়ে জানানো হচ্ছে আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর এই অনিয়ম ও দুর্নীতির কাজটি পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান। তবে শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কেবল ওপর মহলের দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে স্কাউটের পকেট কমিটি গঠনে তোড়জোড়!

আপলোড টাইম : ০৮:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটির কাউন্সিল তারিখ ঘোষণা হওয়ায় গঠনতন্ত্রের পরিপন্থি কাউন্সিল স্থগিতের দাবি জানানো হয়েছে। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইফসুফ আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিল স্থগিতের দাবি জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিলের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটি হয়নি। আগামী ২৭ এপ্রিল একটি পকেট কমিটি গঠনের তোড়জোড় করা হচ্ছে। এই কমিটি গঠনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। সব কাজ গোপনে গোপনে করা হচ্ছে। বিশেষ একটি মোবাইল নম্বর থেকে বেছে বেছে কিছু মানুষকে ম্যাসেজ দিয়ে জানানো হচ্ছে আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর এই অনিয়ম ও দুর্নীতির কাজটি পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান। তবে শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কেবল ওপর মহলের দায়িত্ব পালন করছেন।