ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় বাল্যবিবাহ দেওয়ায় কনের পিতাকে জরিমানা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৭:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।
জানা গেছে, জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ার আরুল ইসলম তার ১৭ বছর বয়সী মেয়েকে বাস্তপুর গ্রামে বাল্যবিবাহ দেয়। ঘটনা জানাজানি হলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের বাবা আরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে লিখিত আকারে মুচলেকা নেন।
এতে বলা হয়, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়ে তার বাবার বাড়িতেই থাকবে। শ্বশুর বাড়িতে থাকবে না। আর ১৮ বছর না হওয়া পর্যন্ত বর তাকে নিয়ে যেতে পারবে না। যদি এই আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এসময় দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক নায়েব আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় বাল্যবিবাহ দেওয়ায় কনের পিতাকে জরিমানা

আপলোড টাইম : ০৭:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।
জানা গেছে, জুড়ানপুর গ্রামের মাঝের পাড়ার আরুল ইসলম তার ১৭ বছর বয়সী মেয়েকে বাস্তপুর গ্রামে বাল্যবিবাহ দেয়। ঘটনা জানাজানি হলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের বাবা আরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে লিখিত আকারে মুচলেকা নেন।
এতে বলা হয়, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়ে তার বাবার বাড়িতেই থাকবে। শ্বশুর বাড়িতে থাকবে না। আর ১৮ বছর না হওয়া পর্যন্ত বর তাকে নিয়ে যেতে পারবে না। যদি এই আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এসময় দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক নায়েব আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।