অর্থ আত্মসাতের দায়ে রাজউকের নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা গাঈদঘাটার মনোয়ারুল ইসলাম
- আপলোড টাইম : ১২:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
- / ৪৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাত অভিযোগের মামলায় রাজউকের দুই প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতরাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। রাজউকের নির্বাহী ও চুয়াডাঙ্গা সদরের গাইদঘাটা গ্রামের ছেলে প্রকৌশলী মনোয়ারুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সায়েদুর রহমান। তাদের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচল প্রকল্পের জায়গা অধিগ্রহণ ও গাছ লাগানো বিষয়ে সরকারের তিন কোটি ৪৬ লাখ টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ। দুদকের উপ-সহকারী পরিচালক সালাম আলী মোল¬া নারায়ণগঞ্জের ফতুল¬া থানায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করলে দুদকের উপ-পরিচালক এসএল রফিকুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি টিম তাদের রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেন।