ইপেপার । আজ বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাংনীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৭:৪৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ১৩৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

মেহেরপুরের গাংনীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।

ফাইনাল খেলায় গাংনী ৪ নম্বর ওয়ার্ড ও খাসমহল একাদশ অংশগ্রহণ করে। এতে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৯৩ রানে বিজয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৭ উইকেটের বিনিময়ে ২০ ওভারে ২১৭ রান সংগ্রহ করে। জবাবে খাসমহল একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। খেলায় বিজয়ী দলের লিখন ম্যান অব দ্য ম্যাচ ও রাইহান ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ রানের জন্য মনি ও সর্বোচ্চ উইকেটের জন্য সামি পুরস্কৃত হন। গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দলসহ মোট ৩২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী দলকে বড় গোল্ডকাপ ট্রফি ও ১ লাখ টাকা এবং পরাজিত দলকে একটি ছোট গোল্ডকাপ ট্রফি ও ৬০ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৭:৪৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মেহেরপুরের গাংনীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।

ফাইনাল খেলায় গাংনী ৪ নম্বর ওয়ার্ড ও খাসমহল একাদশ অংশগ্রহণ করে। এতে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৯৩ রানে বিজয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে গাংনী ৪ নম্বর ওয়ার্ড ৭ উইকেটের বিনিময়ে ২০ ওভারে ২১৭ রান সংগ্রহ করে। জবাবে খাসমহল একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। খেলায় বিজয়ী দলের লিখন ম্যান অব দ্য ম্যাচ ও রাইহান ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ রানের জন্য মনি ও সর্বোচ্চ উইকেটের জন্য সামি পুরস্কৃত হন। গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দলসহ মোট ৩২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী দলকে বড় গোল্ডকাপ ট্রফি ও ১ লাখ টাকা এবং পরাজিত দলকে একটি ছোট গোল্ডকাপ ট্রফি ও ৬০ হাজার টাকা তুলে দেন অতিথিরা।