আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন
- আপলোড টাইম : ০৫:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ৬৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী ইউনিয়নের কুমারী বাজারে অবস্থিত নোঙ্গর কফি হাউসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিসিডিএস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলী আকবর আকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি এম জামশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও অন্যতম সদস্য শ্রী অমল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে গ্রাম্য ডাক্তার বাদল রশিদের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন। এসময় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, আলমডাঙ্গা উপজেলার ভিডিএস ডাক্তার সোসাইটির সভাপতি জাকিরুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জহুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনিত করে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।