ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ১৫০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম পদত্যাগ করেছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেবেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। জাকারিয়া আলম এ ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নিকট তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে ইউএনও রোকসানা মিতা জানান, ‘এস এ এম জাকারিয়া আলমের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবং আজ (সোমবার) থেকেই পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।’

এ বিষয়ে এস এ এম জাকারিয়া আলম জানান, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলও করেছি। তিনি আরও বলেন, বড় পরিসরে মানুষের সেবা দেয়ার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। আসলে দীর্ঘদিন যাবত এই উপজেলা অবহেলিত, অনুন্নত হয়ে রয়েছে। আমি এই উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ সারাদেশের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন উপজেলা গড়তে চাই।

উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনী বিধান মতে, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে স্থানীয় সরকারের বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের পদত্যাগ

আপলোড টাইম : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম পদত্যাগ করেছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেবেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। জাকারিয়া আলম এ ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নিকট তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে ইউএনও রোকসানা মিতা জানান, ‘এস এ এম জাকারিয়া আলমের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবং আজ (সোমবার) থেকেই পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।’

এ বিষয়ে এস এ এম জাকারিয়া আলম জানান, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলও করেছি। তিনি আরও বলেন, বড় পরিসরে মানুষের সেবা দেয়ার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। আসলে দীর্ঘদিন যাবত এই উপজেলা অবহেলিত, অনুন্নত হয়ে রয়েছে। আমি এই উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ সারাদেশের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন উপজেলা গড়তে চাই।

উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনী বিধান মতে, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে স্থানীয় সরকারের বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হয়।