মুজিবনগরে ৪০ বোতেল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৩:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৬২ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ইসাহাক সর্দার (৬০) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ছয়টার দিকে মুজিবনগর থানাধীন রতনপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ইসাহাক ফরিদপুর জেলার কোতেয়ালী থানার ভাজনডাঙ্গা গ্রামের মোতালেব সর্দারের ছেলে। মুজিবনগর থানা সূত্র জানায়, গতকাল সকালে রতনপুর পুলিশ ক্যাম্প এলাকার একটি রাস্তার মোড়ে মাদক বিক্রি করার এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এসময় রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই বিপ্লব কুমার হালদারের নেতৃত্বে এসআই সজিবুর রহমান ও এসআই প্রভাস মন্ডল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসাহাক সর্দারকে আটক করা হলে তার নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকালই আটক ইসাহাক সর্দারের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।