পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর :কাদের
- আপলোড টাইম : ০৩:৩৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৬৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তত্পরতা সম্পর্কে সরকার জানে। সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সেখানে যৌথ অভিযান চলছে। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত সরকার তা খতিয়ে দেখছে।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী মত্স্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তত্পরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই সশস্ত্র তত্পরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনো কারণ নেই।’