ফেনীতে ট্রাককে ট্রেনের ধাক্কা, ছয় জন নিহত
- আপলোড টাইম : ০৩:৩৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ৯৩ বার পড়া হয়েছে
ফেনীর ফাজিলপুরে গতকাল শুক্রবার ট্রাককে ট্রেন ধাক্কা দিলে ছয় জন নিহত হয়েছে। এ সময় ট্রাকটিকে ধাক্কা দিয়ে অন্তত ২০০ মিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং ট্রাকটি খণ্ডবিখণ্ড হয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে গেটম্যান ছিল না।
নিহতরা হলেন, বরিশালের উজিরপুরের কাউয়ারান্থা এলাকার ট্রাকের চালক মো. মিজান (৩২) কুমিল্লার লাকসাম উপজেলার মনোহর পুর গ্রামের আবুল খায়ের মিয়া (৪০) ও তার ছেলে আশিক (১৪) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের দিল মোহাম্মদ (২৩) একই গ্রামের মোহাম্ম রিফাত (১৭) ও মো. সাজ্জাদ (১৮)। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ট্রেন-ট্রাক দুর্ঘটনায় ছয় জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ফাজিলপুর রেল স্টেশন ও মুহুরীগঞ্জ রেল
স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
ফেনীর রেল স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, সকালে ৮টা ৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী চিটাগাং মেইল (টু ডাউন) নামে পরিচিত ট্রেনটি ফেনী রেল স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। ১০ মিনিট পরই ফাজিলপুর রেল স্টেশন পার হয়ে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। কিন্তু পার হতে পারেনি। এ সময় ট্রাকটি চলন্ত ট্রেনের সামনে পড়লে দুর্ঘটনাটি ঘটে। শাকতলা গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, তারা ১১ বন্ধু একসঙ্গে ঈদের বাজার করার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিন জন মারা যাওয়ার পর অন্য বন্ধুরা তাদের লাশ নিজ গ্রামে নিয়ে যায়। লাশগুলো গ্রামে পৌঁছার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। বিকালে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফেনী রেল স্টেশন ক্যাম্প জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, নিহত বাকি তিন জনের মধ্যে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে দুই জন এবং এক জনের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ফেনী রেল স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর ঐ ট্রেনটি পুনরায় পেছনের দিকে ফাজিলপুর স্টেশনে নিয়ে আসা হয়। সেটি বেলা সাড়ে ১১টার পর আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।