রোজার তৃতীয় জুমার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করলেন মুসল্লিরা
মুসলিম উম্মাহের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত
- আপলোড টাইম : ১২:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মসজিদে মসজিদে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করেছেন মুসল্লিরা। এদিন জুমার আজানের আগে থেকেই মসজিদের দিকে যাওয়া শুরু করেন তারা। আজানের পর থেকে শহরের মসজিদগুলোর প্রতিটি কাতার ভরতে শুরু করে। অনেকে নিজের সন্তান, ছোট ভাই ও নাতিদের নিয়ে মসজিদে আসেন। এদিন, স্থান সংকুলান না হওয়ায় প্রায় প্রতিটি মসজিদে নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে, ছাদ, বারান্দা থেকে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিনের থেকে জুমার নামাজে অনেক বেশি মুসল্লি উপস্থিত হয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় চুয়াডাঙ্গা সদর মডেল মসজিদ, পৌর মডেল মসজিদ, বড় বাজার থানা মসজিদ, কোর্ট জামে মসজিদ, জান্নাতুল মাওলা জামে মসজিদ, বুজরুক গড়গড়ি জামে মসজিদ, সবুজপাড়া জামে মসজিদসহ প্রায় শহরের প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। নামাজের আগে প্রতিটি মসজিদেই বিশেষ বয়ান দেওয়া হয়। এতে ধর্মীয়, সামাজিক ও রমজানের তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিবরা। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্নস্তানে পুলিশ সদস্যদের সর্তকাবস্থায় দেখা যায়।
পৌর মডেল মসজিদে নামাজ পড়তে আসা সারোয়ার মাহমুদ জানান, নিজ গুনাহের মার্জনা চাইতেই এ মাসে আল্লাহর কাছে সবার সঙ্গে নামাজে শরিক হয়েছি। রমজান গুনাহ মাফের মাস। কে জানে আল্লাহ কার হাত কবুল করবেন। তাই সবার সঙ্গে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন।
শহরের প্রতিটি মসজিদে নামাজের পর মুসলিম উম্মাহের জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সবার গুনাহ মাফ, দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্যও দোয়া করা হয়।