ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

তারা দেবী ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ জেলার উন্নয়নে কাজ করি

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে তারা দেবী ফাউন্ডেশনের শাখা কার্যালয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় ও আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আনিস ডাক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাড আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাদার কেয়ার, চাইল্ড কেয়ার, কৃষি সহায়তা, কর্মসংস্থানসহ কল্যাণকর সব সেবাসমূহ প্রতিটি মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে আমি কাজ করছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করার ইচ্ছা আছে। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের সাথে সাথে স্মার্ট চুয়াডাঙ্গা জেলা গড়ে উঠবে, এটাই আমার পরিকল্পনা। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ জেলার উন্নয়নে কাজ করি।’

অনুষ্ঠানে শাহাদাৎ মেম্বার, ওয়ার্ড যুবলীগের জয়েন্ট সেক্রেটারি শাকিল, ইউনিয়ন যুবলীগ নেতা মণ্টু বিশ্বাস, কৃষক লীগ নেতা মনজিল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী নেতা ঠাণ্টু, যুবলীগ সেক্রেটারি সামাদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। এছাড়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তারা দেবী ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ জেলার উন্নয়নে কাজ করি

আপলোড টাইম : ০৯:০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে তারা দেবী ফাউন্ডেশনের শাখা কার্যালয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় ও আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আনিস ডাক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাড আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাদার কেয়ার, চাইল্ড কেয়ার, কৃষি সহায়তা, কর্মসংস্থানসহ কল্যাণকর সব সেবাসমূহ প্রতিটি মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে আমি কাজ করছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করার ইচ্ছা আছে। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের সাথে সাথে স্মার্ট চুয়াডাঙ্গা জেলা গড়ে উঠবে, এটাই আমার পরিকল্পনা। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ জেলার উন্নয়নে কাজ করি।’

অনুষ্ঠানে শাহাদাৎ মেম্বার, ওয়ার্ড যুবলীগের জয়েন্ট সেক্রেটারি শাকিল, ইউনিয়ন যুবলীগ নেতা মণ্টু বিশ্বাস, কৃষক লীগ নেতা মনজিল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী নেতা ঠাণ্টু, যুবলীগ সেক্রেটারি সামাদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। এছাড়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু।