আজ চুয়াডাঙ্গায় আসছেন নির্বাচন কমিশনার

সমীকরণ প্রতিবেদক:

আজ চুয়াডাঙ্গায় আসছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ঢাকা হতে বিমানযোগে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

যশোর পৌঁছে সন্ধ্যা সাড়ে ছয়টায় সেখান থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আলমডাঙ্গা ও জীবননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোটকেদ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। সবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় সার্কিট হাউজ থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।