বিদ্যালয়ে শাসন করায় শিক্ষকের বাড়িতে মল ও পটকা নিক্ষেপ
৮ শিক্ষার্থীকে মৌখিক শ্রেণি বর্জনের নির্দেশ
- আপলোড টাইম : ০৪:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদের বাড়িতে মধ্যরাতে মল ও পটকা নিক্ষেপের অভিযোগে উঠেছে। গত রোববার দিবাগত রাতে সঙ্গবদ্ধভাবে ৯ জন পটকা ও মল নিক্ষেপ করে। এদের মধ্যে ৮ জনই খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আর একজন বহিরাগত।
জানা গেছে, গত রোববার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে অতিশব্দে পটকা ফুটায় কয়েকজন শিক্ষার্থী। কয়েকজন ছাত্রী বিষয়টি শিক্ষক হারুন অর রশীদের কাছে জানালে তিনি সবাইকে ধরে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে সতর্ক করে তাদের ছেড়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার মধ্যরাতে ক্ষোভে তারা শিক্ষক হারুন অর রশীদের বাড়িতে মল ও পটকা নিক্ষেপ করে। বিষয়টি তিতুদহ ক্যাম্পের পুলিশকে জানালে ঘটনাস্থলে যান ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ। তিনি রাতেই চারজনকে শনাক্ত করেন। তবে তাদের বাড়ি গিয়ে তাদের পাননি। তবে রাত একটার দিকে ওই চার শিক্ষার্থী ও তাদের অভিভাবক হারুন অর রশীদের বাড়িতে গিয়ে মাফ চান।
এ বিষয়ে শিক্ষক হারুন অর রশীদ বলেন, ‘বিদ্যালয় শাসন করেছি বলে তারা যুক্তি করে আমার বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যা সত্যিই দুঃখজনক।’ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন খোকন বলেন, ‘বিষয়টি সত্যিই জঘন্যতম। এমন কাণ্ড কোনো শিক্ষার্থী করতে পারে না। এটা বড় ধরনের অপরাধ। এ বিষয়ে বিদ্যালয়ের ওই শিক্ষক আমার কাছে অভিযোগ করেছেন। বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সিদ্ধান্তে ৮ শিক্ষার্থীর শ্রেণি বর্জনের নির্দেশ দিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখব, এরমধ্যে আরও কিছু লুকিয়ে আছে কি না। অভিযুক্তরা অবশ্যই শাস্তি পাবে।’
এ বিষয়ে ওই শিক্ষার্থীরা জানায়, তারা বিদ্যালয়ে পটকা মারেনি, তবুও স্যার তাদের অযথা অফিসে ডেকে নিয়ে গিয়ে অপমানিত করেছে। এর জন্য এই কাজ করেছে তারা। এদিকে, এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিদ্যালয় চলাকালীন সময়ের মধ্যে ওই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে একটা সালিশ হতে পারে বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যরা।