স্বামীর আত্মহত্যার তিন দিন পর ফাঁস নিলেন স্ত্রী
- আপলোড টাইম : ১০:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে স্বামীর আত্মহত্যার তিন দিন পর নিজ হাতে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী রুপসী। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ পিতার বাড়িতে গলায় ওঁড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
রুপসী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের মৃত মিকাইলের স্ত্রী ও নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের রফিকুলের মেয়ে। আত্মহ্যার আগে রুপসী নিজ হাতের তালুতে লিখেছিলেন, ‘আমি আমার স্বামীর সাথে চলে গেলাম, আমি তাকে ছাড়া থাকতি পারছিনী। আমার পেটের সন্তানকে দেখে রাখবা।’
জানা যায়, মিকাইলের সঙ্গে ভালোবেসে বিবাহ করেন রুপসী। বিয়ের পর তাদের সংসারে আসে একটি সন্তান। বিয়ের পর থেকেই মিকাইল ছাতিয়ানতলা গ্রামে বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ছাতিয়ানতলা গ্রাম থেকে খবর আসে মিকাইল বিষপান করেছেন। মিকাইলের মৃত্যুর খবরে পেয়ে তার পরিবারের লোকজন দেখতে আসে। পরিবারের লোকজন দাবি করেন, রুপসী তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। ময়নাতদন্ত শেষে গত শুক্রবার দুপুরে মিকাইলের দাফন কার্য সম্পন্ন করা হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর তিন দিন পর গতকাল আত্মহত্যা করেন রুপসী। আত্মহত্যার পর থেকে এলাকায় মিকাইলকে হত্যা করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। মিকাইলের পরিবারের দাবি, মিকাইলকে হত্যার কারণে ফেঁসে যাবে, সেই ভাবনা থেকে রুপসী আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুব বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।