ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিম্নমানের সামগ্রী ব্যবহার, হাতের সাথে উঠে যাচ্ছে রং

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কোনো কাজ করছে না বলেও জানা গেছে। ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুরাতন ভবন সংস্কার, পেইন্টিং, টাইলস, স্যানেটারি, বাথরুম ফিটিংস, সুইচ স্থাপন, ইলেকট্রিক ওয়্যারিং, বাউন্ডারি ওয়ালের রং, ফ্লোর টাইলস, বেসিন, মূল ভবনের দরজা-জানালা সংস্কারসহ বিভিন্ন কাজের জন্য ১১ লাখ ৩৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মধুবন কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে, দরপত্রের কার্যাদেশ অনুযায়ী এ গ্রেডের টাইলস, সেম-টু সিমেন্ট ও ১.২ এফ.এম বালু ব্যবহার করার কথা।

কিন্তু ঠিকাদার ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম শামীম হোসাইনের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফ্লোরে সিমেন্টের পরিমাণ কম দিয়ে বালু বেশি দিয়ে টাইলস বসানো হয়েছে। এছাড়া সিরিজ কাগজ দিয়ে পুরোনো ভবনের দেয়াল থেকে রং না উঠিয়ে ময়লা ও মরিচার ওপর রং করা হয়েছে। এতে করে সামান্য হাতের স্পর্শে নতুন দেয়ালের রং উঠে যাচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মকর্তা জানান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক প্রবীর কুমার মন্ডল নিজের রুম সাজিয়ে দিতে বলেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে। এ কারণে তিনি সংস্কার কাজ তদারকি করছেন না। অভিযোগের ব্যাপারে ঠিকাদার উজ্জ্বল বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। তবে সিডিউলে কী কী কাজের কথা উল্লেখ আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম শামীম হোসাইন বলেন, নির্মাণকাজে কোনো ত্রুটি হচ্ছে না। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিম্নমানের সামগ্রী ব্যবহার, হাতের সাথে উঠে যাচ্ছে রং

আপলোড টাইম : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কোনো কাজ করছে না বলেও জানা গেছে। ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুরাতন ভবন সংস্কার, পেইন্টিং, টাইলস, স্যানেটারি, বাথরুম ফিটিংস, সুইচ স্থাপন, ইলেকট্রিক ওয়্যারিং, বাউন্ডারি ওয়ালের রং, ফ্লোর টাইলস, বেসিন, মূল ভবনের দরজা-জানালা সংস্কারসহ বিভিন্ন কাজের জন্য ১১ লাখ ৩৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মধুবন কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে, দরপত্রের কার্যাদেশ অনুযায়ী এ গ্রেডের টাইলস, সেম-টু সিমেন্ট ও ১.২ এফ.এম বালু ব্যবহার করার কথা।

কিন্তু ঠিকাদার ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম শামীম হোসাইনের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফ্লোরে সিমেন্টের পরিমাণ কম দিয়ে বালু বেশি দিয়ে টাইলস বসানো হয়েছে। এছাড়া সিরিজ কাগজ দিয়ে পুরোনো ভবনের দেয়াল থেকে রং না উঠিয়ে ময়লা ও মরিচার ওপর রং করা হয়েছে। এতে করে সামান্য হাতের স্পর্শে নতুন দেয়ালের রং উঠে যাচ্ছে।

নাম প্রকাশ অনিচ্ছুক পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মকর্তা জানান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক প্রবীর কুমার মন্ডল নিজের রুম সাজিয়ে দিতে বলেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে। এ কারণে তিনি সংস্কার কাজ তদারকি করছেন না। অভিযোগের ব্যাপারে ঠিকাদার উজ্জ্বল বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। তবে সিডিউলে কী কী কাজের কথা উল্লেখ আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম শামীম হোসাইন বলেন, নির্মাণকাজে কোনো ত্রুটি হচ্ছে না। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।