আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- আপলোড টাইম : ১০:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় পবিত্র মাহে রমজান ও আসন্ন আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বণিক সমিতির অফিসকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া।
তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। এই উৎসবকে সামনে রেখে এক শ্রেণির চোরচক্র ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সহায়তা করলে তাদের ধরতে আমরা বদ্ধ পরিকর। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাগুলি সচল রাখতে হবে। সিসি ক্যামেরা অপরাধীদের চিহ্নিত করতে সহযোগিতা করে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি হাজী রফিক মিয়া ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন। বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য দেন সহসভাপতি আব্দুল কুদ্দুস, হোটেল মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি বাবলু মিয়া, সম্পাদক রিপন মিয়া, মোটরসাইকেল মেকানিক সমিতির সভাপতি রুহুল উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল হক ডিটো, সম্পাদক দেলোয়ার হোসেন, কাঁচাবাজার মালিক সমিতি সভাপতি ইমরুল কায়েস, বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সদস্য হামিদুল ইসলাম, জয়নাল ক্যাপ, তোতা মিয়া, রতন জমিদার, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ।