মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ইফতার বিতরণ
- আপলোড টাইম : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের থানা সড়কে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে দোয়ার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. নাসিম খাঁনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রণ্টু। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. তারিকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক মিলন, সাংগঠনিক সম্পাদক সজল হালদার, কৃষিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক সাজিদুর রহমান তন্ময়, সদস্য মুনায়েম, রবিন, শাহাজাহান, ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।