ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

বিশ্ব প্রতিবেদন:
  • আপলোড টাইম : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ৩০৯ বার পড়া হয়েছে

বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সার্জনদের একটি দল এই প্রতিস্থাপনের কাজটি করেছেন বলে বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ পর্যায়ের কিডনি রোগে ভুগছিলেন ৬২ বছর বয়সী ওই ব্যক্তি। শনিবার তার চার ঘন্টাব্যাপী অপারেশন করা হয়েছিল। প্রতিস্থাপন সফল হয়েছে এবং রোগী বর্তমানে সুস্থ আছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হবে। এর আগে শূকরের কিডনি ব্রেইড ডেড দাতাদের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল। এছাড়া আরও দুই পুরুষের দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। তবে দুজনই কয়েক মাসের মধ্যে মারা যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

আপলোড টাইম : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সার্জনদের একটি দল এই প্রতিস্থাপনের কাজটি করেছেন বলে বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ পর্যায়ের কিডনি রোগে ভুগছিলেন ৬২ বছর বয়সী ওই ব্যক্তি। শনিবার তার চার ঘন্টাব্যাপী অপারেশন করা হয়েছিল। প্রতিস্থাপন সফল হয়েছে এবং রোগী বর্তমানে সুস্থ আছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হবে। এর আগে শূকরের কিডনি ব্রেইড ডেড দাতাদের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল। এছাড়া আরও দুই পুরুষের দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। তবে দুজনই কয়েক মাসের মধ্যে মারা যান।