‘ফেলুদা’র বুকে বসলো পেসমেকার
- আপলোড টাইম : ১০:৩১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১৯৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে অভিনেতার শরীরে কৃত্রিম যন্ত্রটি বসানো হয়। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা। জানা গেছে, সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে সব্যসাচীকে।
সব্যসাচীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে: সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’। তার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। এছাড়াও তার অভিনীত সিনেমা হলো: ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘হেমলক সোসাইটি’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’, ‘ভূতের ভবিষ্যৎ’ প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি ছবিও তোলেন তিনি।