ঝিনাইদহে শত্রুতার জেরে পটল খেত কেটে তছরুপ
- আপলোড টাইম : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৮৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে শত্রুতার জেরে আ. করিম মুন্সি নামের এক কৃষকের পটল খেত কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পটল খেতের ফুলের পরিচর্যার সময় পটলগুলো নইয়ে গেছে দেখেন ওই কৃষক। তিনি বলেন, কেউ বৃহস্পতিবার রাতে শত্রুতার জেরে ধরন্ত পটল লতাগুলো গোড়া থেকে কেটে দিয়েছে। এতে প্রায় ১০ কাঠা জমির পটল গাছ মরে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক বাদপুকুরিয়া গ্রামের মৃত ইরোন মুন্সির ছেলে।
কৃষক আ. করিম মুন্সি জানান, ঋণ নিয়ে এ বছর ১০ কাঠা জমিতে পটল চাষ করেছিলেন। ফুল আসা পর্যন্ত প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে তাঁর। কিছু কিছু গাছে পটল ধরেছিল। এ বিষয়ে ঝিনাইদহ উপ-সহকারী কৃষি অফিসার জুয়েল বলেন, এ ধরণের ঘটনা প্রায় ঘটছে। এ কাজগুলো যারা করছেন, তারা শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষতি করছেন না। দেশের উৎপাদিত ফসলের ক্ষতি করছেন। ডিপার্টমেন্ট থেকে যতটুকু সম্ভব আমরা দেখব।