কার্পাসডাঙ্গা বাজারে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ১০:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৮৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ওষুধ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারে নিষেধাজ্ঞা থাকলেও ব্যবস্থাপত্র ছাড়া ভেটেরিনারি ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা হচ্ছিল। এছাড়া পোল্ট্রি মুরগীর বাঁচ্চা বিক্রির মূল্য-তালিকা ছিল না। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। এসময় তিনি অভিযোগের প্রমাণ পান।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় কার্পাসডাঙ্গা পুলিশ মার্কেটে মেসার্স জুয়েল পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নারের মালিক মোস্তাফিজুর রহমান জুয়েলকে ৫ হাজার টাকা, ব্রিজ মোড়ে মেসার্স এলাহি ফার্মেসির মালিক ইব্রাহিম হোসেনকে ২ হাজার টাকা ও মীম ফার্মেসির মালিক আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা বলেন, অভিযানে তিন ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা ভেটেরিনারি অফিসার মোছা. নিলীমা খাতুনসহ দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।