প্রতারকের খপ্পড়ে পড়ে প্রবাসীর স্ত্রীর ৩৮ হাজার টাকা খোয়া
- আপলোড টাইম : ১০:১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বিকাশ প্রতারকের খপ্পড়ে পড়ে ৩৮ হাজার টাকা খুইয়েছেন বিথী খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে বিকাশ অফিসের পরিচয়ে পিন পরিবর্তনের কৌশলে ৩৮ হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্র।
এদিকে, প্রতারণার শিকার হয়েছেন জেনে সংসার খরচের দুশ্চিন্তায় পড়েছেন ওই নারী। তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী স্বামী শরিফুল ঈদের খরচের জন্য কষ্টে ৩৮ হাজার টাকা পাঠিয়েছিলেন গত বুধবার। প্রতি মাসে বিকাশের মাধ্যমেই তিনি টাকা উত্তোলন করেন। গতকাল সকালে বিকাশ অফিসের (প্রতারক চক্রের ফাঁদ) কল আসার পর দোকানে টাকা তুলতে যান। এসময় জানতে পারেন সকালেই তার বিকাশে থাকা ৩৮ হাজার টাকা তোলা হয়েছে।
প্রতারণার শিকার বিথী খাতুন বলেন, সকালে আমার মোবাইলে বিকাশ কোম্পানির পরিচয় দিয়ে একটি কল আসে। একটি ছেলে কণ্ঠ কলে আপনার বিকাশের পিন নম্বর যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, এতে আপনার টাকা তুলতে অসুবিধা হতে পারে। আপনার পিন নম্বরটি দিলে সমস্যাটির দ্রুত সমাধান করা হবে। আমি পিন নম্বর দিই। সকালে বিকাশের দোকানে টাকা তুলতে এসে দেখি আগেই টাকা তুলে নেওয়া হয়েছে। আমি এখন স্বামীকে কী জবাব দেব? সংসার খরচ কীভাবে চালাবো? আমি দিশাহারা হয়ে পড়েছি। তিনি আইনের সহায়তা পেয়ে থানায় জিডি করবেন বলে জানান।