আলমডাঙ্গায় ফ্রি সেহরি বিতরণকালে আ.লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা
ফ্রি সেহরি বিতরণ স্মার্ট আলমডাঙ্গা গড়ারই একটা অংশ
- আপলোড টাইম : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার উদ্যেগে আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেহরি বিতরণ করা হয়েছে। গত রাতে এ সেহরি বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরব আলীর সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদের পরিচালনায় সেহরি বিতরণের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য দেন দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি বলেন, প্রতি পবিত্র রমজানে গরীব-অসহায়সহ নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফ্রি সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম আমি বহু বছর ধরে পরিচালনা করি। সেই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মানিত রোজাদারদের মধ্যে আজ এই সেহরি বিতরণ করা হলো।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘সমাজের সব বিত্তবানরা যদি আমার মতো এভাবে এগিয়ে আসেন, তাহলে গরীব-অসহায় মানুষের রোজার মাসটা ভালো যায়। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আর আমার অর্থায়নে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাসব্যাপী এই সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ ও ছাত্রলীগ। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে। সেই ধারাবাহিকতায় আমি স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে কাজ করছি। এই সেহরি সেই স্মার্ট চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা গড়ারই অংশ।’
সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, শাহাদাত মেম্বার, মণ্টু বিশ্বাস, হারদী ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম, মিনজিল, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ মিজান নিপ্পন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, মো. জানিব, শিলন, বাদশা, মিঠুন, সাদিকুর, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, হাবিব, বাঁধন, আমিন, তানজিল, মিরাজ, শাওন, তালাদ, তানভীর, রাজীব, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শেখ সজিব প্রমুখ। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা মাসব্যাপী এই মহতী কার্যক্রম পরিচালনা করছে।