ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সরোজগঞ্জে টয়লেট ও যাত্রী ছাউনি নির্মাণ প্রকল্প শুরু

প্রতিবেদক, সরোজগঞ্জ:
  • আপলোড টাইম : ১১:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নির্মাণ হচ্ছে পুরুষ ও মহিলাদের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের যাত্রী ছাউনি (প্যাসেঞ্জার ওয়েটিং জোন)। এই প্রকল্পের কাজে ব্যয় হবে ১৯ লাখ ৬৬ হাজার ৬০২ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে প্রকল্প কাজের জন্য নির্ধারিত স্থানে জনসম্মুখে প্রকল্পের ব্যানার টাঙানো হয়। ওই স্থানে অবৈধভাবে দোকান নির্মাণ করে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) উপ-প্রকল্পের আওতায় সরোজগঞ্জ বাজারে পুরুষ ও মহিলাদের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের প্যাসেঞ্জার ওয়েটিং জোন নির্মাণ করা হবে। জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব সহযোগিতার প্রতীক হিসেবে জাপানিজ (ও-ডি-এ) ঋণ-২০২৪ এর অর্থায়ন করছে। চুয়াডাঙ্গা সদর প্রজেক্ট আইডি- আইএনএফ ৬, ২০২১-২২-৪০১৮২৩-০১ (ষষ্ঠ পর্যায়)। প্রকল্পের কারিগরি তত্ত্বাবধানে রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং বাস্তবায়ন করবে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ।

গতকাল দুপুরে প্রকল্পের জন্য নির্ধারিত স্থান শংকরচন্দ্র ভূমি অফিসের সামনে ব্যানার টাঙানো ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসন। এসময় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ভূমি অফিসার হযরত আলীসহ কুতুবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরোজগঞ্জ বাজারে সরকারি ভূমি অফিসের জমিতে অবৈধভাবে যে সকল লোকজন বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে নোটিশের মাধ্যমে সে সকল দোকানপাঠ সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকে নিজেরাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে সরিয়ে নিয়েছেন। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে তাদেরকে উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, সরোজগঞ্জ বাজারে নারী ও পুরুষের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের প্যাসেঞ্জার ওয়েটিং জোন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরোজগঞ্জে টয়লেট ও যাত্রী ছাউনি নির্মাণ প্রকল্প শুরু

আপলোড টাইম : ১১:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নির্মাণ হচ্ছে পুরুষ ও মহিলাদের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের যাত্রী ছাউনি (প্যাসেঞ্জার ওয়েটিং জোন)। এই প্রকল্পের কাজে ব্যয় হবে ১৯ লাখ ৬৬ হাজার ৬০২ টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে প্রকল্প কাজের জন্য নির্ধারিত স্থানে জনসম্মুখে প্রকল্পের ব্যানার টাঙানো হয়। ওই স্থানে অবৈধভাবে দোকান নির্মাণ করে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) উপ-প্রকল্পের আওতায় সরোজগঞ্জ বাজারে পুরুষ ও মহিলাদের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের প্যাসেঞ্জার ওয়েটিং জোন নির্মাণ করা হবে। জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব সহযোগিতার প্রতীক হিসেবে জাপানিজ (ও-ডি-এ) ঋণ-২০২৪ এর অর্থায়ন করছে। চুয়াডাঙ্গা সদর প্রজেক্ট আইডি- আইএনএফ ৬, ২০২১-২২-৪০১৮২৩-০১ (ষষ্ঠ পর্যায়)। প্রকল্পের কারিগরি তত্ত্বাবধানে রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তর এবং বাস্তবায়ন করবে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ।

গতকাল দুপুরে প্রকল্পের জন্য নির্ধারিত স্থান শংকরচন্দ্র ভূমি অফিসের সামনে ব্যানার টাঙানো ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসন। এসময় উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ভূমি অফিসার হযরত আলীসহ কুতুবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরোজগঞ্জ বাজারে সরকারি ভূমি অফিসের জমিতে অবৈধভাবে যে সকল লোকজন বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে নোটিশের মাধ্যমে সে সকল দোকানপাঠ সরিয়ে নিতে বলা হয়েছিল। অনেকে নিজেরাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে সরিয়ে নিয়েছেন। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে তাদেরকে উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, সরোজগঞ্জ বাজারে নারী ও পুরুষের জন্য দুটি টয়লেটসহ আধুনিকমানের প্যাসেঞ্জার ওয়েটিং জোন নির্মাণের প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রকল্পের কাজ শুরু হয়েছে।