চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়
- আপলোড টাইম : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১০৬ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি, মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় উদ্যাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বেলা সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি শিশু পরিবার, সদর হাসপাতাল এবং জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ:
চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমান্ডার আবু হোসেনের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা পৌর পরিষদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের নেতৃত্বে সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, আনসার ও ভিডিপি, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা, এলজিউডি, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগ, চুয়াডাঙ্গা জেলা গণগ্রন্থাগার, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, বিএডিসি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা মৎস্য অফিস, রেডক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
জেলা প্রশাসনের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ:
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ প্রতিপাদ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে গতকাল রোববার সকাল ১০টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।
এসময় সভাপতির বক্তব্যে তিনি স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আগে ও পরে বহু খ্যাতিমান রাজনীতিবিদ এসেছেন। কিন্তু এমন করে কেউ বাঙালিকে জাগাতে পারেননি। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বের সম্মোহনী শক্তির এক জাদুকরী স্পর্শে ঘুমন্ত ও পদানত বাঙালি জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নিজেই একটি ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির বঙ্গবন্ধু নয়, তিনি বিশ্ববরেণ্য রাজনীতিক ‘বিশ্ববন্ধু’ উপাধিতেও বিশ্বনন্দিত। বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব হল তিনি শুধু বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, তিনি বাঙালি জাতিকে অনন্য সাধারণ ঐক্যের বন্ধনে আবদ্ধ করে হাজার বছরের বাঙালি জাতির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে সক্ষম হয়েছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। একজন মানুষ কীভাবে বাঙালি জাতির জনক হলেন, সেই ত্যাগ ও তিতিক্ষার কথা নতুন প্রজন্মকে জানতে হবে। বঙ্গবন্ধু সারাজীবন আমাদের কথা ভেবেছেন। আমাদের কথা চিন্তা করেছেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈদের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক প্রমুখ আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারি কবির আহম্মেদ ও গীতা থেকে পাঠ করেন সুনীল মল্লিক। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শাম্মি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান, জেলা মৎস্য অফিসার দীপক কুমার সাহাসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭টায় দলীয় কার্যালেয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ। এছাড়া বেলা সাড়ে তিনটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া শাহাব, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজিদুল ইসলাম লাভলু, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি সাহাবুল হোসেন, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, গালিব, ফয়েজ সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর ইসলাম লাল্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এর আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম-৩য় শ্রেণি ও খ গ্রুপে ৪র্থ-৫ম শ্রেণির চিত্রাঙ্কনের বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ক গ্রুপে ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও খ গ্রুপে ৯ম-১০ম শ্রেণির উপস্থিত বক্তৃতার বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিশু ও অভিভাবকদের জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ আমাদের মূল উদ্দেশ্য নয়, প্রত্যেকে যেন তার নিজস্ব প্রতিভায় নিজেকে গড়ে তুলে সোনার বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে পারে এটাই লক্ষ্য। এসময় তিনি বিচারকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়রা আক্তার, ডিআইও-১ (ডিএসবি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স এবং বিভিন্ন স্কুল থেকে আগত কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষ অতিথিরা চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক গ্রুপে ১ম বিজয়ী হয়েছে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হোসাইন আল মাশরুর, ২য় ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুর্শিদা বিনতে সাইফ ও ৩য় প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থী তাসকিন আহমেদ। খ গ্রুপে ১ম হয়েছে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সুবহানা নুহা, ২য় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আরনিশ তাবাসসুম আরবী ও ৩য় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওমী। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সামাদ, ২য় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আলী ও ৩য় হয়েছে একই বিদ্যালয়র ছাত্র শাহরিয়ার আলম। খ গ্রুপে যৌথভাবে ১ম হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কারার তাফসিম ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের তামিম সালাম, ২য় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের ফয়সাল মাহমুদ রাফি ও ৩য় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।
ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল:
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে র্যালি, পবিত্র কুরআন খতম, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা মডেল মসজিদস্থ চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মীর জান্নাত আলী। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. আমির হোসেন। ইলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার জামাল উদ্দীনের সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল রিসোর্স সেন্টার ও সকল শিক্ষা কেন্দ্রে যথানিয়মে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোও আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ:
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু রাসেদ। কলেজের বাংলা বিভাগের প্রভাষক আয়েশা আক্তার রিক্তার সঞ্চলনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন ইংরাজি বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, বিএম শাখার সিনিয়র প্রভাষক খসরুজ্জামান সবুজ প্রমুখ।
আলমডাঙ্গা:
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল ৯টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা থানা, সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, বিদ্যুৎ বিভাগ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, আলমডাঙ্গা প্রেসক্লাব, সাহিত্য পরিষদ, আলাউদ্দিন পাঠাগার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্যদিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে। তিনি আরও বলেন, শিশু দিবসে চিত্রাঙ্কন, বক্তব্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চিত্রাঙ্কনের মাধ্যমে আজকের শিশুরা জানতে পারবে বঙ্গবন্ধু শিশুকালে কেমন ছিলেন। বক্তব্য ও রচনার মাধ্যমে জানতে পারবে কেন আমরা উর্দুতে কথা না বলে বাংলায় কথা বলি, কেন আমরা বাংলাদেশ ও বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি এবং কেন আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি দেশের ইতিহাস সম্পর্কেও পড়াশোনা করি, তবে ইতিহাস সম্পর্কে জানতে পারব। শিশুদের মেধা ও জ্ঞানসমৃদ্ধ হবে, দেশ ও জাতি সম্পর্কে তারা জানতে পারবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের কান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও একাত্তরের অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা প্রকৌশলী তাহহীদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা ইন্সটাক্টর জামাল হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন, সহকারী অধ্যাপক হুমায়ুন আহমেদ, প্রভাষক গোলাম সরোয়ার, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী ও উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম বেলু। এর আগে শিশু-কিশোরদের নিয়ে শিশু সমাবেশ ও আনন্দ র্যালি বের করা হয়।
এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, কাউন্সিলর জহুরুল হক স্বপন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্যাপন করেছে আলমডাঙ্গা সরকারি কলেজ। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা করা হয়। আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান। ইতিহাস বিভাগের প্রভাষক আবদুল মালেকের উপস্থাপনায় সভায় উপস্থিত থেবে বক্তব্য দেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মহিতুর রহমান, ড. মহবুব আলম, জেসমিন আরা খানম, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মামুনুর রশীদ।
দর্শনা:
দর্শনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সকালে দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে একে এক পুষ্পমাল্য অর্পণ করে দর্শনা পৌর আওয়ামী লীগ, দর্শনা পৌর সভা, যুবলীগ, ছাত্রলীগ ও দর্শনা কলেজ ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, পৌর সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কেরুজ অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন নফর, সোলায়মান কবির, দাউদ হোসেন, কৃষক লীগ নেতা মনির সর্দারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসভাপতি মামুন শাহ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ মল্লিক, সহসভাপতি আশরাফুল ইসলাম, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, অপু সরকার, লোমান ও মিল্লাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। শ্রদ্ধাঞ্জলি শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে চলার পথের বাতিঘর হয়ে থাকবেন। তার আদর্শ ও দর্শন আমরা যতদিন অনুসরণ করে চলব, ততদিন এ জাতি পিছুপা হবে না। বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার হোক।
এছাড়া গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দর্শনার করিমপুর তালিমুল কোরআন মাদ্রাসা ও রুদ্রনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়।
এদিকে, দর্শনার ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সকালে কেরুজ ক্লাব মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তার, মহাব্যবস্থাপক (কারখানার) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী নের্তৃবৃন্দ।
অপর দিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসফের উদ্যোগে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মাধবখালী বকুল শিক্ষা সহায়তা কেন্দ্রের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা খাতুন পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী। সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আদিলুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের পরিচালক জাহির রায়হান, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আব্দুস শুকুর, মনোহরপুর ইউনিয়নের বালাইনাশক কমিটির সভাপতি রাজেদুল ইসলাম ও মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন। আলোচনা শেষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ডা. মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী মেডিকেল অফিসার সোহেল রানা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী আওয়াল হোসেন এবং এসডিও আসাদুজ্জামান লিটন।
কার্পাসডাঙ্গা:
কার্পাসডাঙ্গায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার রাত আটটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উদ্যাপনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। সভা শেষে দলীয় নেতা-কর্মীরা কেক কেটে দিবসটি উদ্যাপন করেন। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি মিলন, অর্থবিষয়ক সম্পাদক শফিউদ্দিন বাবু, সহসম্পাদক মনিরুজ্জামান ফুরুই, তুহিন, যুবলীগ নেতা আবু জাফর, আক্তার, সালেকিন তরফদার প্রমুখ। এছাড়াও কার্পাসডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জীবননগর:
জীবননগরে নানা আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বেলা ১১টায় রচনা প্রতিযোগিতা, সাড়ে ১১টায় চিত্রাঙ্কক প্রতিযোগিতা, দুপুর ১২টায় সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্য পবিত্র কুরআন তিলাওয়াত, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি, নান্দনিক ড্রপডাউন ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আলোকসজ্জাকরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। এর আগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন।
আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে ১৭ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ ও অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল। এছাড়া আন্দুলবাড়ীয়া কলেজের শিক্ষক-শিক্ষকা, কর্মকর্তা-কমচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির।
উথলী:
জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহসুপার ফয়জুল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ছানোয়ার হোসেন। এসময় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর:
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর একে একে জেলার বিভিন্ন সরকারি-বেসরকাররি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈকি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুজিবনগর:
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মুজিবনগরে উদ্যাপিত হয়েছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে নয়টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্স অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য অফিসার জাহাঙ্গীর আলম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ।
পরে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, চেয়ারম্যান আয়ূব হোসেন, চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের মুজিবনগর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লাণ্টু।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, টুরিস্ট পুলিশ মুজিবনগর, আনসার ও ভিডিপির পক্ষে উপজেলা অফিসার মিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস মুজিবনগর, পল্লী বিদ্যুৎ মুজিবনগর, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত সোভা মন্ডল, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা কৃষকলীগের পক্ষে শ্রদ্ধা জানান সভাপতি জাহিদ হাসান রাজিব, সম্পাদক শাহিদুজ্জামান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে শ্রদ্ধা জানান আহ্বায়ক মতিউর রহমান মতিন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মুজিবনগরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা করেন বক্তারা।
গাংনী:
গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪-তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াজ্জেল হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দিঘলকান্দি মাদ্রাসার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন, বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিঙ্কু আহমেদ, ধানখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ, চঞ্চল, সাগর, আকাশ, লিংকন, বিপ্লব, রাব্বি ও মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় তিন শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এরপূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মোরশেদ আলম।
ঝিনাইদহ:
নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস।
এদিকে, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধুর জীবন কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম. হারুন-উর-রশি, ইসলামী বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ-কুষ্টিয়ার প্রফেসর ড. শরিফ, মো. আল রেজা, ঝিনাইদহ সরকারি নূরুন্নাহার, মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম. শাহজালাল, ইসলামিক ফাউন্ডেশন সাবেক সহকারী পরিচালক এম শামীম হোসেন ও ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।
আলোচনা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৯০৫টি কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়। জেলার অন্যান্য মসজিদে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।