ইপেপার । আজ বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত শুক্রবার জেলা কারাগারে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

     চুয়াডাঙ্গা কারাগার সূত্রে জানা গেছে, চেক প্রতারণা মামলায় দিলীপ কুমারের এক বছরের সাজা হয়। তার নামে চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ থেকে তাকে চুয়াডাঙ্গায় জেলা কারাগারে হস্তান্তর করা হয়। এরই মধ্যে গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েদি দিলীপ কুমার বিশ্বাসকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।      বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে স্ট্রোকে দিলীপ কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

আপলোড টাইম : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত শুক্রবার জেলা কারাগারে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

     চুয়াডাঙ্গা কারাগার সূত্রে জানা গেছে, চেক প্রতারণা মামলায় দিলীপ কুমারের এক বছরের সাজা হয়। তার নামে চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ থেকে তাকে চুয়াডাঙ্গায় জেলা কারাগারে হস্তান্তর করা হয়। এরই মধ্যে গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েদি দিলীপ কুমার বিশ্বাসকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।      বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে স্ট্রোকে দিলীপ কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।