ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

জীবননগর অফিস: 
  • আপলোড টাইম : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নুরনবী (১৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।  শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী আমতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী একই উপজেলার সিংনগর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাইসাইকেল চালক নুরনবী সিংনগর আঞ্চলিক সড়ক থেকে জীবননগর-দর্শনা সড়কে উঠছিল। এ সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুরনবীর মৃত্যু হয়। আর আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

আপলোড টাইম : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নুরনবী (১৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।  শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী আমতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী একই উপজেলার সিংনগর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাইসাইকেল চালক নুরনবী সিংনগর আঞ্চলিক সড়ক থেকে জীবননগর-দর্শনা সড়কে উঠছিল। এ সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুরনবীর মৃত্যু হয়। আর আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।