দামুড়হুদায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর মালামাল বিতরণ
- আপলোড টাইম : ১২:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর ১২১ জন কৃষকের মাঝে গাছের চারা ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।
জানা যায়, বসতবাড়ির আঙিনায় পড়ে থাকা জমিতে এসব পুষ্টি বাগান করা হবে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে আয়ও হবে। এ জন্য দামুড়হুদা উপজেলায় ১২১ জন কৃষকের মধ্যে লাল শাক, পুঁইশাক, কলমি শাক, লাউ, ভেন্ডি, রববটি, মিষ্টি কুমড়ারসহ ১৭ প্রজাতির বীজ, জৈব সার, নেট, দড়ি, বীজ রাখার ঢম, আম রুপালি আম, পেঁয়ারা, কুল, কমলা, পাতি লেবু ও পেঁপের চারা দেওয়া হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘আপনার বাড়ির আঙিনায় কোনো জমি যেন পড়ে না থাকে, সে জন্য সরকার আপনাদের প্রণোদনা দিয়েছে। সেটা আপনারা যথাযথ ব্যবহার করবেন। একদিকে যেমন বিষমুক্ত পুষ্টি সবজি পাবেন। পাশাপাশি বাজারে বিক্রি করে সংসারের সহযোগিতা করতে পারবেন।’ এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস ও উপজেলার উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।