ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জুড়ানপুর ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রকাশ

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৭৩ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার ১ নম্বর জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নিকট জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা গিয়ে অনাস্থা প্রকাশের লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে প্রতি মাসে মাসিক সভার আহ্বান করার নিয়ম থাকা স্বত্বেও জুড়ানপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ তিন মাস যাবৎ কোনো সভা আহ্বান করা হয়নি। চেয়ারম্যান নিজ বাড়িতে বসে ইচ্ছেমতো অফিসিয়াল কাজ করেন। যার কারণে জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি পরিষদের বিভিন্ন বরাদ্দ যেমন টিআর, কাবিখা, কাবিটা ইত্যাদি নিজ ইচ্ছামতো প্রকল্প তৈরি করে খাদ্যশস্য/টাকা আত্মসাৎ করে আসছেন। ইউনিয়ন পরিষদে উল্লেখিত প্রকল্পের কোনো স্ক্রিম নেই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের নামে রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদির নামকরণ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করছেন না চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাবপত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে অবহিত করেন না।

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ডিডব্লিউ কার্ড নং ১৬৫, কার্ড নং ৩৭, কার্ড নং ৪৩ সহ মোট ১৮ জন সুবিধাভোগীর নামে কার্ড থাকলেও তারা আজ পর্যন্ত কোনো প্রকার সুবিধা পায়নি। এসব দুর্নীতির কারণে ইউপি সদস্যরা নিজের ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারছেন না। যার কারণে ইউনিয়নের জনসাধারণ ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা হতে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, স্থানীয় বিল নিয়ে এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমি কোনো কিছুর সাথে জড়িত নই। এলাকায় প্রভাব সৃষ্টি করার জন্য এসব করেছে।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, অনাস্থা প্রকাশের দরখাস্ত হতে পেয়েছি। বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জুড়ানপুর ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রকাশ

আপলোড টাইম : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

দামুড়হুদা উপজেলার ১ নম্বর জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নিকট জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা গিয়ে অনাস্থা প্রকাশের লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে প্রতি মাসে মাসিক সভার আহ্বান করার নিয়ম থাকা স্বত্বেও জুড়ানপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ তিন মাস যাবৎ কোনো সভা আহ্বান করা হয়নি। চেয়ারম্যান নিজ বাড়িতে বসে ইচ্ছেমতো অফিসিয়াল কাজ করেন। যার কারণে জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি পরিষদের বিভিন্ন বরাদ্দ যেমন টিআর, কাবিখা, কাবিটা ইত্যাদি নিজ ইচ্ছামতো প্রকল্প তৈরি করে খাদ্যশস্য/টাকা আত্মসাৎ করে আসছেন। ইউনিয়ন পরিষদে উল্লেখিত প্রকল্পের কোনো স্ক্রিম নেই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হচ্ছে। তাদের নামে রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদির নামকরণ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করছেন না চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাবপত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে অবহিত করেন না।

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ডিডব্লিউ কার্ড নং ১৬৫, কার্ড নং ৩৭, কার্ড নং ৪৩ সহ মোট ১৮ জন সুবিধাভোগীর নামে কার্ড থাকলেও তারা আজ পর্যন্ত কোনো প্রকার সুবিধা পায়নি। এসব দুর্নীতির কারণে ইউপি সদস্যরা নিজের ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারছেন না। যার কারণে ইউনিয়নের জনসাধারণ ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা হতে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, স্থানীয় বিল নিয়ে এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমি কোনো কিছুর সাথে জড়িত নই। এলাকায় প্রভাব সৃষ্টি করার জন্য এসব করেছে।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, অনাস্থা প্রকাশের দরখাস্ত হতে পেয়েছি। বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।