ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

তৃণমূল নেতা-কর্মীদের প্রতিদান আমাদের দিতে হবে

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমি পরিদর্শন শেষে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের তৃণমূলের কর্মীরা হলো অত্যন্ত নিবেদিত। তাদের তেমন কোনো চাওয়া-পাওয়া নেই। তারা আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। যার প্রমাণ তারা বারবার দিয়েছে। এবারের নির্বাচনেও তারা আওয়ামী লীগকে ভালোবেসে, শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করেছে। তাদের এই ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। তৃণমূলের নেতা-কর্মীদের নৌকার প্রতি যে আস্থা, তার প্রতিদান আমাদের দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখতেন, তাঁর সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদেরও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ওল্টু, সোহানুর রহমান সোহান, শেখ আসাদুল হক মিকা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ঠাণ্ডু রহমান, আব্দুল মালেক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য মিজানুর ররহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডিটু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পাপন রহমান, গোলাম সারোয়ার শামিম, লাভলু, শরিফুল মেম্বার প্রমুখ।

এর আগে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সাথে দাপ্তরিক কাজের বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি শিক্ষাঙ্গনের বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, এখন থেকে আমাদের সকলকে প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তদারকি বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপর বধ্যভূমি পার্কের নকশা দেখেন এবং অচিরেই বধ্যভূমি শিশু পার্কের কাজ শেষ করার সংকল্প ব্যক্ত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

তৃণমূল নেতা-কর্মীদের প্রতিদান আমাদের দিতে হবে

আপলোড টাইম : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমি পরিদর্শন শেষে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ হলো মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের তৃণমূলের কর্মীরা হলো অত্যন্ত নিবেদিত। তাদের তেমন কোনো চাওয়া-পাওয়া নেই। তারা আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। যার প্রমাণ তারা বারবার দিয়েছে। এবারের নির্বাচনেও তারা আওয়ামী লীগকে ভালোবেসে, শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করেছে। তাদের এই ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। তৃণমূলের নেতা-কর্মীদের নৌকার প্রতি যে আস্থা, তার প্রতিদান আমাদের দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখতেন, তাঁর সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদেরও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সাবেক উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ওল্টু, সোহানুর রহমান সোহান, শেখ আসাদুল হক মিকা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ঠাণ্ডু রহমান, আব্দুল মালেক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য মিজানুর ররহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডিটু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পাপন রহমান, গোলাম সারোয়ার শামিম, লাভলু, শরিফুল মেম্বার প্রমুখ।

এর আগে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সাথে দাপ্তরিক কাজের বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি শিক্ষাঙ্গনের বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, এখন থেকে আমাদের সকলকে প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তদারকি বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপর বধ্যভূমি পার্কের নকশা দেখেন এবং অচিরেই বধ্যভূমি শিশু পার্কের কাজ শেষ করার সংকল্প ব্যক্ত করেন।