ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা

যেখানে মুনাফা জড়িত, সেখানে নীতি-নৈতিকতা সবসময় কাজ করে না

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১১৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বর্তমান সরকারের এবারের নির্বাচনী ইশতেহারের প্রথমে রয়েছে- ‘দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

এবারের জেলা প্রশাসক সম্মেলনেও প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বিষয়টি বলেছেন। কাজেই ব্যবসায়ী, ক্রেতা-ভোক্তা, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মধ্যদিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা রমজান উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক বলেন, যেখানে মুনাফা জড়িত, সেখানে নীতি নৈতিকতা সবসময় কাজ করে না। কেননা কথায় আছে- চোর না শোনে ধর্মের কাহিনি। একমাত্র সামাজিক পরিবর্তন, মানুষকে সচেতন করা, সব শ্রেণি-পেশার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান এসবের মেলবন্ধনে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

মেহেরপুর জেলায় উৎপাদিত পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদন ও বিপণন পর্যায়ে কতটা পার্থক্য হচ্ছে, তা একজন ক্রেতাকে জানতে হবে। যাতে উৎপাদনকারীকে ঠকিয়ে মধ্যস্বত্ত্বভোগীরা বেশি মুনাফা না নিতে পারে। অন্যদিকে যে পণ্যগুলো বাইরে থেকে দর ঠিক হয়ে আসে, সেগুলোর বিষয়ে সচেতন হতে হবে। প্রয়োজনে বিকল্প পণ্য ক্রয় করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির রুম্মান আহম্মেদ, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মণ্টু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, ক্যাব গাংনী শাখা সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, মুজিবনগর উপজেলা শাখা সভাপতি মুন্সি উমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফি, ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতি সভাপতি রাহিনুজ্জামান পলেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা

যেখানে মুনাফা জড়িত, সেখানে নীতি-নৈতিকতা সবসময় কাজ করে না

আপলোড টাইম : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বর্তমান সরকারের এবারের নির্বাচনী ইশতেহারের প্রথমে রয়েছে- ‘দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

এবারের জেলা প্রশাসক সম্মেলনেও প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের বিষয়টি বলেছেন। কাজেই ব্যবসায়ী, ক্রেতা-ভোক্তা, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মধ্যদিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা রমজান উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক বলেন, যেখানে মুনাফা জড়িত, সেখানে নীতি নৈতিকতা সবসময় কাজ করে না। কেননা কথায় আছে- চোর না শোনে ধর্মের কাহিনি। একমাত্র সামাজিক পরিবর্তন, মানুষকে সচেতন করা, সব শ্রেণি-পেশার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান এসবের মেলবন্ধনে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

মেহেরপুর জেলায় উৎপাদিত পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎপাদন ও বিপণন পর্যায়ে কতটা পার্থক্য হচ্ছে, তা একজন ক্রেতাকে জানতে হবে। যাতে উৎপাদনকারীকে ঠকিয়ে মধ্যস্বত্ত্বভোগীরা বেশি মুনাফা না নিতে পারে। অন্যদিকে যে পণ্যগুলো বাইরে থেকে দর ঠিক হয়ে আসে, সেগুলোর বিষয়ে সচেতন হতে হবে। প্রয়োজনে বিকল্প পণ্য ক্রয় করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির রুম্মান আহম্মেদ, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মণ্টু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, ক্যাব গাংনী শাখা সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, মুজিবনগর উপজেলা শাখা সভাপতি মুন্সি উমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফি, ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতি সভাপতি রাহিনুজ্জামান পলেন প্রমুখ।