ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

পবিত্র রমজান মাসজুড়ে সেহরি ও ইফতার কর্মসূচি চালিয়ে যাবো

মাসব্যাপী ফ্রি-সেহরি ও ইফতার কর্মসূচির উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১২১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকেই ফ্রি-সেহরি দেওয়া শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গত রাতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের মধ্যে ফ্রি-সেহরি বিতরণ করা হয়। এছাড়া আজ পহেলা রমজান থেকে ফ্রি-ইফতার বিতরণও করবেন দিলীপ কুমার আগরওয়ালা। এর আগে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাতে ফ্রি-সেহরি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করবে যুবলীগ ও ছাত্রলীগ। গতরাতে সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ এবং জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবলীগ নেতা আলমগীর কবির শিপলু।

কর্মসূচির উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি প্রতি রমজানে গরীব-অসহায়সহ নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফি-সেহরি ও ইফতার বিতরণ করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও রোজার শুরু থেকেই এ কার্যক্রম শুরু হলো। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মাসব্যাপী এই মহতী কার্যক্রম পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাসহ জেলাবাসীর কল্যাণে আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবো। আর পুরো রমজান মাসজুড়ে ফ্রি সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবো। এছাড়া গরীব-অসহায়দের জন্য আমার ঈদ বাজারও থাকবে। আর মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনের সম্মানেও আমার বিশেষ কর্মসূচি থাকবে।’

সেহরি বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, মো. জানিব, শিলন, বাদশা, মিঠুন, সাদিকুর, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, হাবিব, বাঁধন, আমিন, তানজিল, মিরাজ, শাওন, তালাদ, তানভীর, রাজীব, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শেখ সজিব প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পবিত্র রমজান মাসজুড়ে সেহরি ও ইফতার কর্মসূচি চালিয়ে যাবো

মাসব্যাপী ফ্রি-সেহরি ও ইফতার কর্মসূচির উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকেই ফ্রি-সেহরি দেওয়া শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গত রাতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের মধ্যে ফ্রি-সেহরি বিতরণ করা হয়। এছাড়া আজ পহেলা রমজান থেকে ফ্রি-ইফতার বিতরণও করবেন দিলীপ কুমার আগরওয়ালা। এর আগে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাতে ফ্রি-সেহরি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করবে যুবলীগ ও ছাত্রলীগ। গতরাতে সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ এবং জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবলীগ নেতা আলমগীর কবির শিপলু।

কর্মসূচির উদ্বোধনকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি প্রতি রমজানে গরীব-অসহায়সহ নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফি-সেহরি ও ইফতার বিতরণ করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও রোজার শুরু থেকেই এ কার্যক্রম শুরু হলো। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মাসব্যাপী এই মহতী কার্যক্রম পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাসহ জেলাবাসীর কল্যাণে আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবো। আর পুরো রমজান মাসজুড়ে ফ্রি সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাবো। এছাড়া গরীব-অসহায়দের জন্য আমার ঈদ বাজারও থাকবে। আর মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনের সম্মানেও আমার বিশেষ কর্মসূচি থাকবে।’

সেহরি বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, মো. জানিব, শিলন, বাদশা, মিঠুন, সাদিকুর, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল, হাবিব, বাঁধন, আমিন, তানজিল, মিরাজ, শাওন, তালাদ, তানভীর, রাজীব, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শেখ সজিব প্রমুখ।